আমাদের বাড়ির নাম পাচুর বাড়ি
মোহাম্মদঃ জহিরুল ইসলাম
পিতাঃ মোহাম্মদ মোশারেফ হোসেন
দাদাঃ হাজী মোহাম্মদ কদম আলী
বাবার দাদাঃ মোহাম্মদ আফসের উদ্দিন
দাদার দাদাঃ মোহাম্মদ আইনুল্লাহ
আমাদের বাড়ির পুরানো নাম পাচুর বাড়ি যিনি ছিলেন আজ থেকে প্রায় ৪০০ বছর আগে। এটা বাংলাদেশের বরিশালের ঝালোকঠীর নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়ানের রাজনগর গ্রামে। বর্তমানে মানিক মাস্টার বাড়ি নামে পরিচিত। পাচু (রহঃ) ছিলেন আমার বাবার দাদার নানা । তার তিন মেয়ে এবং এক ছেলে।মেয়েদের নাম আজ পর্যন্ত জানতে পারিনি তবে ছেলেটির নাম ছিল ঈমান উদ্দিন। তার মেয়েদের কাছাকাছি বিবাহ দেয়। এক মেয়ে, ভাউমহল গাজী বাড়ি, আরেক মেয়ে রাজনগর চৌকিদার বাড়ি এবং আরেক মেয়ে আমার পূর্ব পুরুষ আইনুল্লাহর সাথে বিবাহ দেন। আর আইনুল্লাহ ছিলেন দাদার দাদা। এবং তার ছেলে ঈমান উদ্দিনকে রাজনগর মল্লিক বাড়ি (যা বর্তমানে ২০২০ সালে) দেলোয়ার মল্লিকদের বাড়ি নামে পরিচিত। হঠাৎ করে একদিন আমার বাবার দাদার মা, ইন্তেকাল করেন। যার ফলে আমার বাবার দাদা আনুমানিক ০৪ বছর বয়সে এতিম হয়। ফলে তার নানা অর্থৎ আমার বাবার দাদাকে তার নানা পাচু (রহঃ) তাকে নিজ দায়িত্বে লালন পালন করেন। ইতিমধ্যে আমার বাবার দাদার মামার একটি কন্যা সন্তান জন্মগ্রহন করেন। এবং পাচু (রহঃ) তার সকল সম্পদ তার ছেলে ঈমান উদ্দিনকে লিখে দেন। কিছু পর হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার ছেলে ঈমান উদ্দিন ইন্তেকাল করেন এবং ঐ দিন বিকালে একই রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী ও ইন্তকাল করেন। যার ফলে পাচু পূঃ সমস্ত সম্পদের মালিকানা ফিরে পান। তিনি পূঃ তার ছেলের ঘরের নাতিনকে সমস্ত সম্পদ লিখেদেন এবং কিছুদিন পর পাচু ইন্তেকাল করেন। ১২ বছর বয়সে সেই মেয়েটিও ইন্তেকাল করেন। যিনি ছিলেন আমার বাবার দাদার মামাতো বোন। তার ইন্তেকালের পর সম্পদের মালিকানা ঐ মেয়েটির নানি এবং দাদির হাতে চলে যায়। তাই নানি দাদি মিলে তার মামার নির্দেশে অর্থৎ ঈমান উদ্দিনের মামার পরামর্শে আমার বাবার দাদাকে লিখে দেন। যার ফলে আমার বাবার দাদা ঐ বাড়ির মালিকানা লাভ করেন। কালক্রমে আজ ৩১/১২/২০১৯ সাল। এতোদিনে আমি আমার প্রান প্রিয় বাবাকে ও হারিয়ে ফেলেছি যেটা ছিল ০৬/১২/২০১৯ ইং বৃহস্মপতিবার দিবাগত রাতে রাত ০৩:১৫ টায়। হঠাৎ এক মুহুর্তে দেখা যাবে আমিও বাবার মত না ফেরার দেশে পারি দেব। যেখানের খবর এক মাত্র আল্লাহই ভালো জানে।
পাচুর বাড়ি
Reviewed by All in one একের ভিতর সব
on
December 29, 2019
Rating:
No comments: